কান্না আর চিৎকারেও আসেনি কেউ, ফতুল্লায় কিশোরী ধর্ষণের অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি আজিমকে (২২)আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়। আজিম ফতুল্লা থানার গেদ্দারবাজার এলাকার হোসেনের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গত ১৭ মে সকাল ৭টার দিকে ওই স্কুলছাত্রী তার বাড়ি থেকে দোকানের উদ্দেশে যাচ্ছিল। ফতুল্লা থানার গেদ্দারবাজার তালতলা শ্মশান সংলগ্ন হাফিজুর রহমানের মেস বাসার সামনে গলির মধ্যে আসামি আজিম তাকে ডেকে থামায়। মেয়েটি চলে যেতে চাইলে আজিম তাকে অনুসরণ করে। শ্মশানের গলিতে জনশূন্যতার সুযোগে আজিম মেয়েটিকে জোর করে হাফিজুর রহমানের মেস বাড়ির শেষ মাথার একটি রুমে নিয়ে যায় এবং দরজা ভেতর থেকে আটকে দেয়।
ভুক্তভোগী শিশুটি ভয় পেয়ে চিৎকার শুরু করলে আজিম একটি চাকু বের করে হুমকি দেয় যে, তার সাথে মেলামেশা না করলে চাকু দিয়ে আঘাত করে হত্যা করবে। এতে মেয়েটি জীবন ভয়ে দিশেহারা হয়ে পড়ে। এই সুযোগে আজিম ওই রুমের ফ্লোরে পাতা একটি পুরাতন কাঁথার ওপর মেয়েটিকে জোরপূর্বক জাপটে ধরে শুইয়ে দেয়। বয়সে বড় ও শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় আজিমের সাথে পেরে ওঠেনি মেয়েটি। একপর্যায়ে আজিম জোরপূর্বক মেয়েটির পোশাক খুলে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। মেয়েটি ডাক-চিৎকার করলেও নির্জন ও পতিত বাড়ি হওয়ায় তাৎক্ষণিক কেউ এগিয়ে আসেনি।
এদিকে, ভুক্তভোগীর মা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই মেস বাড়িতে সন্দেহ হলে তিনি সেখানে প্রবেশ করে মেয়েকে ডাকাডাকি করতে থাকেন। শেষ রুমের দরজা বন্ধ দেখে তিনি মেয়ের নাম ধরে ডাক দিলে মেয়েটি চিৎকার করে কেঁদে ওঠে। আজিম এসময় তাকে বাইরে থেকে আটকে রেখে পালিয়ে যায়। মেয়ের কান্না শুনে তার মা দ্রুত দরজা খুলে দেন এবং মেয়েটি অসহায় অবস্থায় রুম থেকে বেরিয়ে আসে।
এই ঘটনার পর এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের ডেকে বিষয়টি জানানো হয়। এরই প্রেক্ষিতে ভুক্তভোগীর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর থেকেই র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ, আসামি আজিমকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে আজিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গ্রেপ্তারকৃত আজিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ এর অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ।