কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে নগরীতে গণসমাবেশ
লাইভ নারায়ণগঞ্জ: কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের ডিআইটি চত্বরে এই গণসমাবেশের আয়োজন করে “খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ”।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা:) এর পর আর কোনো নবী আসতে পারেন না—এই বিশ্বাসই ইসলামের মৌলিক আকিদা (বিশ্বাস)। কিন্তু কাদিয়ানিরা এই বিশ্বাস অস্বীকার করে ইসলামবিরোধী মতবাদ প্রচার করছে। তাই তাদের অমুসলিম ঘোষণা করে আইন প্রণয়ন করা সময়ের দাবি।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নবীর পর নবী নাই—এই ঈমান রক্ষার প্রশ্নে আপসের কোনো জায়গা নেই।” তারা খতমে নবুয়্যতের আকিদা রক্ষায় দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর)। বিশেষ অতিথি ছিলেন ডিআইটি মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল।
খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জের আমির আল্লামা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার আলেম, ওলামা, ছাত্র ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, মাও. আব্দুল কাদির, খন্দকার আনোয়ার হোসেন, মাও. জাকির হোসেন কাসেমী, মাও. মামুনুর রশীদ, মুফতি শাব্বির আহমেদ, মাও. মাহফুজ, ইলিয়াস আহমেদ প্রমুখ।
