কাদা ছোড়াছুড়ি নয়, ঐক্যবদ্ধ থাকুন: এড. সাখাওয়াত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে পূর্ণ ঐক্য ও শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দলের মধ্যে কোনো বিভেদ বা কাদা ছোড়াছুড়ি যেন নির্বাচনের প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত না করে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকায় মহানগর বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত খান বলেন, “আমরা মাসদাইরসহ নারায়ণগঞ্জে শান্তি চাই। বিএনপির নেতা-কর্মীদের সহনশীল হতে হবে। আমরা কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে প্রশ্রয় দেব না।”
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এসবের সঙ্গে জড়িত থাকবে তাদের দল করার অধিকার থাকবে না। বিএনপি করতে হলে আমাদের সুনাগরিক হতে হবে। আগে আমাদের ভালো হতে হবে, তাহলেই আমরা জনগণের কাছে ভোট চাইতে পারব।”
নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই মিলেমিশে নির্বাচনের এই পূর্ব মুহূর্তে ধানের শীষের জন্য জনগণের ঘরে ঘরে যাব। এই ৩১ দফা হলো জনগণের কাছে বিএনপির অঙ্গীকার, এটাকে বলা যায় নির্বাচনী ইশতেহার। জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে আমরা এগুলো বাস্তবায়ন করব।”
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধান ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদের (রিফাত) সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ মহানগর ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।