বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led01জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

কাঞ্চন পৌরসভা নির্বাচন: চলছে ভোট গ্রহন

লাইভ নারায়ণগঞ্জ: আজ ২৬ জুন অনুষ্ঠিয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল আটটা থেকে বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহন। ভোটকেন্দ্রে ভোট গ্রহন শুরু হয় বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

এখানে ভোট শুরু সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিত ছিলে চোখে পড়ার মতো।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে কাঞ্চন পৌরসভার ১৯টি ভোট কেন্দ্রে ৪০ হাজার ৭৯০ জন ভোটার ভোট দান করবেন। মেয়র পদে

মোবাইল ফোন প্রতীক নিয়ে দেওয়ান আবুল বাশার বাদশা ও জগ প্রতিকের প্রার্থী রফিকুল ইসলামসহ পুরুষ ও নারী কাউন্সিল প্রার্থী মিলে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনের রিটার্নি অফিসার ইস্তাফিজুল আকন্দ জানিয়েছেন এখানে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রটসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। এছাড়া র‌্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশ আনসার সদস্য কাজ করছে নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

RSS
Follow by Email