কাঞ্চন পৌরসভার তফসিল ঘোষণা, ভোট ২৬ জুন
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) এ নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এক গণ বিজ্ঞপ্তি জারি করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তান নিকট দাখিলের শেষ তারিখ ৩০ মে। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ২ জুন। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। ৬ থেকে ৮ জুন আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন। ১০ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে, ইভিএম এর মাধ্যমে কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার মেয়র, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।