শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

কাউন্সিলর ইকবালকে প্রধান আসামী করে ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বাস ভাঙচুরের অভিযোগে এনসিসি ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করে, সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে ওই মামলাটি করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে মঙ্গলবার (১০ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো জহিরুল ইসলাম।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা বলেন, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লোগান নিয়ে কিছু সংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় নাশকতা মামলা হয়েছে। তবে এখনো কেউ আটক করা হয়নি।

RSS
Follow by Email