মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
রাজনীতি

কাউন্সিলরের মতো কর্মকর্তারা জনগণকে সেবা দিতে পারবে না: মিনোয়ারা

লাইভ নারায়ণগঞ্জ: ১০, ১১, ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলার মিনোয়ারা বেগম বলেন, জনগণের যে নাগরিক সনদ সেটাও আমরা ঘর থেকে দিতে পারতাম। কিন্তু এখন এমন ছোট সেবাগুলো পাওয়ার প্রক্রিয়া জটিল হয়ে গেছে। একজন ওয়ার্ড কাউন্সিলর যতটা সহজে তার ওয়ার্ডের জনগণ যে সেবা দিতে পারতো ততটা সহজে একজন কর্মকর্তা পারবে না।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাউন্সিলরদের পূর্নবহল প্রসঙ্গে লাইভ নারায়ণগঞ্জকে বক্তব্য দেন সাবেক নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম। এসময় বক্তব্য তিনি এ কথা বলেন।

সাবেক এই কাউন্সিলর আরও বলেন, আমরা তো পালিয়ে যাইনি আমরা তো আমাদের জনগণের কল্যাণের জন্য আমাদের ওয়ার্ডেই অবস্থান করছি। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের কাউন্সিলর এর দায়িত্বে পূর্ণ বহাল করা হোক। অনেকে হয়তো উপস্থিত নেই, তো সকলের বিষয়ে তদন্ত করে যারা ভালো তাদেরকেই তাদের দায়িত্বপূর্ণ বহন করা হোক।

RSS
Follow by Email