মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
Led01Led03জেলাজুড়েবিশেষ প্রতিবেদন

কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ: না.গঞ্জে ১ নভেম্বর থেকে অ্যাকশন শুরু

# ‘পলিথিন পরিহার করে কাপড়, কাগজ ও পাটের ব্যাগ ব্যবহার করুন’
# না.গঞ্জে পলিথিন উৎপাদনকারীদের তথ্য থাকলে আমাদের দিন: পরিবেশ অধিদপ্তর
# বড় ব্যবসায়ীদের নজরদারিতে রেখেছি: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

লাইভ নারায়ণগঞ্জ: কাঁচাবাজারে নিষিদ্ধ হতে যাচ্ছে পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরী ব্যাগ। ১ নভেম্বর থেকে দেশের সকল কাঁচাবাজারে পলিথিন ব্যাগ বন্ধের ঘোষণা দিয়েছে অর্ন্তবর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে কাঁচাবাজারে পলিথিন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

দ্বিগু বাবুর বাজার, কালির বাজার, বউ বাজারসহ প্রতিটি উপজেলায় বিভিন্ন বাজারে চলবে অভিযান। কোন প্রতিষ্ঠান কিংবা দোকানে পলিথিন, পলিপ্রপাইলিনের ব্যাগ থাকলে তা জব্দ করা হবে। সেই সাথে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। পলিথিনি ব্যাগ উৎপাদন বন্ধে জেলায় পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে পলিথিন উৎপাদনকারীদের তথ্য সংগ্রহ করছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য জানিয়েছেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, এক নভেম্বর থেকে নারায়ণগঞ্জে অ্যাকশন শুরু হবে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এনিয়ে কাজ করছেন। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব বিভিন্ন কাঁচাবাজারে। প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যখন কোন দোকান কিংবা প্রতিষ্ঠানে পলিথিন পাওয়া যাবে, তা জব্দ করা হবে। তাদের বিরুদ্ধে আমরা আইন প্রয়োগ করে শাস্তি দেব।

তিনি আরও বলেন, আমরা পলিথিন উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করছি। যারা বড় ব্যবসায়ী, পলিথিন বড় সংখ্যায় আনে তাদেরকে আমরা নজরদারির মধ্যে রেখেছি। পরবর্তীতে তথ্য পেলে আমরা তাদের গোডাউনে অভিযান পরিচালনা করব। তাদের কাছে পলিথিন যদি থাকে তা শেষ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের এখনো তথ্য সংগ্রহের কাজ চলছে, সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে আমরা এগোবো।

তিনি বলেন, কালির বাজার, ফতুল্লা সহ উপজেলার বিভিন্ন বাজারেও আমরা নজরদারি রাখছি। দিগু বাবুর বাজারে বড় ব্যবসায়ীরা থাকেন। বড় ব্যবসায়ীদের যদি আমরা চাপে রাখতে পারি, খুচরা পর্যায় তার প্রভাব পড়ে। আমরা চেষ্টা করছি পলিথিনের উৎপাদন যাতে বন্ধ হয়। এরই সাথে আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। আমাদের সকলকে সচেতন হতে হবে। পলিথিন সরকার নিষিদ্ধ করেছে জনগণের উপকারের জন্য। জনগণকে বুঝতে হবে পলিথিন আমাদের স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটা আমাদের আজ হোক কিংবা কাল হোক পরিহার করতেই হবে।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপ-পরিচালক এএইচএম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পলিথিন পরিবেশ বিনষ্ট করে দেয় যার প্রভাব মানুষ থেকে নিয়ে সকল প্রাণীর উপর পড়ে। তাই যারা পলিথিনের উপর নির্ভর করেন বা যেকোন কাজে পলিথিন ব্যবহার করে, তা থেকে বিরত থাকুন। এর পরিবর্তে কাগজ, কাপড়, পাটের ব্যাগ ব্যবহার করুন।

তিনি বলেন, সারা দেশেই নভেম্বরের এক তারিখ থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। সংবাদ মাধ্যম, সভা-অনুষ্ঠান, মাইকিংসহ নানান উপায়ে এর প্রচার-প্রচারণা করা হচ্ছে। আমরা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও কাঁচাবাজারে মানুষদের জানান দিয়েছি। নারায়ণগঞ্জের সকল কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করবো। সকলকে পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজ, কাপড় কিংবা পাটের তৈরী ব্যাগ ব্যবহার করতে হবে। পলিথিন উৎপদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এনিয়ে কারও কাছে কোন এলাকায় পলিথিন উৎপাদনকারীদের তথ্য থাকলে আমাদের দিন, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।

এর আগে, ১ সেপ্টেম্বর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়। নারায়ণগঞ্জে মিনাবাজার, স্বপ্নসহ বিভিন্ন সুপারশপে পলিথিন ব্যাগের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের ব্যাগ সরবরাহ করা শুরু হয়।

RSS
Follow by Email