সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led03সোনারগাঁ

কাঁচপুরে ৪,৮৫০ কেজি জাটকা জব্দ, মাদ্রাসা-এতিমখানায় বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: কাঁচপুরে পাগলা কোস্টগার্ডের একটি টিমের অভিযানে দুই ট্রাক থেকে ৪ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাত ১ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত কাচপুর ব্রিজ এলাকায় এ অভিযান পরচিালনা করা হয়।

জানা যায়, ট্রাক দু’টি নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিল। জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ট্রাক ড্রাইভার এর উপস্থিতিতে অবৈধ জাটকা ব্যতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন বলেন, কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছিলো। আমরা তথ্য পেয়ে সেখানে যাই। তারপর জাটকাগুলো আমরা বিভিন্ন স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করে দিয়েছি

RSS
Follow by Email