শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02সোনারগাঁ

কাঁচপুরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম শাহজাহান (৪৮)। সে চাঁদপুর জেলার শাহারাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে। পরিবার নিয়ে কাঁচপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর বাড়ির ভাড়াটিয়া।

নিহত স্বজনরা জানান, রোজিনা বেগম শাহজাহানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাকে নিয়ে কাঁচপুরের ওই ভাড়া বাসায় থাকতেন। দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর অন্ডকোষে আঘাত করে স্ত্রী। পরে আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রোজিনা বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

RSS
Follow by Email