বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05জেলাজুড়েসোনারগাঁ

কাঁচপুরে মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মহাসড়কে হায়েস গাড়িতে ধাক্কা লেগে এক যুবক আহত হয়েছে। পরে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় মেট্রো সিএনজি পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক গাড়িটি পালিয়ে যায়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. রেজাউল হক।

নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম বাবু (৩০)। সে নরসিংদি রায়পুরার কামারপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ রেজা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, সকালে একটি হায়েস গাড়ি এক যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় আহত ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় হায়েজ গাড়ি ও চালককে আটককের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধিন আছে।

RSS
Follow by Email