বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
Led01সোনারগাঁ

কাঁচপুরে বিকল ট্রাক সরাতে গিয়ে দুই পরিবহন শ্রমিক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: ভোর রাতের আঁধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিকল হয়ে যাওয়া ট্রাক সরানোর সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই পরিবহন শ্রমিক। হাইওয়ে পুলিশ বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করেছে।

ভোর পৌনে ছয়টার দিকে ঢাকামুখী লেন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।

নিহতদের মধ্যে একজনের নাম রাকিব (৩৫), যার বাড়ি রংপুরে। তার কাছাকাছি বয়সের অপরজনের নাম জানা না গেলেও তার বাড়ি ময়মনসিংহ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, নিহত দু’জন একই মালিকের ট্রাক চালাতেন। তাদের একটি ট্রাক মহাসড়কের উপর বিকল হয়ে পড়লে, তারা অপর ট্রাকটি দিয়ে সেটিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে ট্রাকটি ঢাকামুখী লেনের সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) আটকে যায়। পুলিশের ধারণা, ট্রাকটি সরাতে নামার পরই অজ্ঞাত কোনো দ্রুতগতির গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরিদর্শক জুলহাস বলেন, ঘটনাটি ভোর চারটা থেকে পৌনে ছয়টার মধ্যে যেকোনো সময় ঘটেছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ট্রাক দুটি ব্রিজের উপরেই ছিল।

তবে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। যে অংশে ঘটনাটি ঘটেছে, কাঁচপুর ব্রিজের সেই স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা তদন্ত করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

RSS
Follow by Email