মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led01Led02Led05সোনারগাঁ

কাঁচপুরে জুট মিলে অগ্নিকান্ড, ১ ঘন্টায় নিয়ন্ত্রণে

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে কাঁচপুরে নোয়াব আব্দুল মালেক জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবরে আমাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার মতো হয়েছে। তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষ বলা যাবে।

RSS
Follow by Email