মঙ্গলবার, মে ১৩, ২০২৫
Led04সোনারগাঁ

কাঁচপুরে কোস্ট গার্ডের হানা, কোটি কোটি টাকার অবৈধ চিংড়ি জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এক সফল অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গতকাল রবিবার বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক রবিবার ভোর ৬টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে তিনটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে আনুমানিক ৪৩ লাখ ৮০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণু উদ্ধার করা হয়। জব্দকৃত এই বিপুল পরিমাণ রেণুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।

তবে, অভিযানের সময় রেণুর প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে, জব্দকৃত চিংড়ির রেণু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। একইসাথে, আটককৃত ট্রাক ও তাদের চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

RSS
Follow by Email