শনিবার, নভেম্বর ১, ২০২৫
Led03সোনারগাঁ

কাঁচপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় তরুণের মর্মান্তিক মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে।

নিহতের নাম মাইনুদ্দিন (২০)। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি মহাসড়কের ঢাকামুখী লেনে কাঁচপুর ব্রিজে ওঠার সময় হঠাৎ ব্রেক ফেল করে। ব্রেক ফেলের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি দ্রুত পেছন দিকে নামতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে মাইনুদ্দিন সড়ক পারাপার হচ্ছিলেন। কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “চাপা দেওয়া ঘাতক কাভার্ডভ্যানটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।”

পুলিশ পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

RSS
Follow by Email