শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
রাজনীতি

কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী: মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত) বন্দর থানার ১৯ নং ওয়ার্ডে এক নির্বাচনী উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ মাগরিব মদনগঞ্জ এলাকায় কয়েকশত নেতাকর্মীর উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাওলানা মঈনুদ্দিন আহমাদ এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

তিনি বলেন, “বর্তমান সরকারের কাজ তিনটি, তার মধ্যে একটি হলো সংস্কার করা। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” তিনি অভিযোগ করে আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ অবহেলিত। জামায়াত ইসলামী নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন। “আপনাদের পাশে থাকব এবং জনগণের চাহিদা অনুযায়ী কাজ করে যাবো ইনশাআল্লাহ,” তিনি প্রতিশ্রুতি দেন। তিনি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর বলেও জানান।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন: মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি সোলামায়ন মুন্না, বন্দর দক্ষিণ থানা আমীর আবদুল হাই জাফরী, সেক্রেটারি কাজী মামুন সহ দুইশতাধিক নেতাকর্মী।

RSS
Follow by Email