শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
Led05রাজনীতি

কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে অংশ নিচ্ছি: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার নির্বাচনী প্রচারণায় গতি বাড়িয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর, ২০২৫) সকালে তিনি সদর উপজেলার দুর্গম আলীরটেক ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

সকাল থেকে আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর, বক্তারকান্দি, আমান মার্কেট, কুড়েরপাড় এবং ক্রোকের চর এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মাওলানা জব্বার। এসময় তিনি ভোটারদের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সহ ইসলামী দলগুলোর জন্য ভোট ও দোয়া চান।

গণসংযোগকালে স্থানীয় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে মাওলানা আবদুল জব্বার বলেন, “আলীরটেক ও বক্তাবলী বাসীর দীর্ঘ দিনের চাওয়া একটি সেতু। আমরা দলমত নির্বিশেষ সকলের ঐক্য প্রচেষ্টায় এই সেতু নির্মাণে জোরালো ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে অংশ নিচ্ছি। মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়। দাঁড়িপাল্লা প্রতীক ইসলামের প্রতীক, শান্তির প্রতীক। জামায়াত নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শোষণমুক্ত একটি সমাজ গড়ব।”

মাওলানা জব্বার জামায়াতে ইসলামীকে একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যোগ্য লোককে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।”

মাওলানা আবদুল জব্বারের এই গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনসহ দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। কর্মীদের ‘দাঁড়িপাল্লা মার্কার’ স্লোগানে আলীরটেকের এলাকা মুখরিত হয়ে ওঠে।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদকে মুন্না, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু এবং সেক্রেটারি আলী আহম্মাদ।

নেতাকর্মীরা জানান, গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা প্রার্থীর জয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। তারা ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

RSS
Follow by Email