বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led02রাজনীতি

কর্মী হওয়ারও যোগ্যতা নেই, প্রেসিডেন্ট-সেক্রেটারী হয়ে যাচ্ছে: আব্দুস সালাম

লাইভ নারায়ণগঞ্জ: ১৭ জুন সম্মেলন শেষ হয়। এর পর চলে যায় ৪মাস, এখনও আসছে না কমিটি। এনিয়ে জেলা বিএনপিতে রয়েছে নানা আলোচনা সমালোচান। কবে আসবে পূর্ণাঙ্গ কমিটি এ প্রশ্ন বিএনপি নেতাকর্মীদের।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, নারায়ণগঞ্জের কমিটি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। কারণ এখন হুট করেই কমিটি দিলেই তো হবে না। এখন তো অনেক নেতাকর্মী প্রেসিডেন্ট-সেক্রেটারী হয়ে যাচ্ছে; যাদের কর্মী হওয়ারও যোগ্যতা নাই। আমরা ১৫১ সদস্য বিশিষ্টি কমিটি করতে বলেছি, এটা যদিও একটু টাফ। তবে আমরা যে কোন সময় কমিটি ঘোষণা করে দিতে পারি।

RSS
Follow by Email