শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
রাজনীতি

কর্মী সম্মেলন বাস্তবায়নে সদর খেলাফত মজলিসের প্রস্তুতি বৈঠক

লাইভ নারায়ণগঞ্জ: খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি বৈঠক করেছে সদর খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটায় সদর থানা শাখার এ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ ছফিউল্লাহ, উলামা সম্পাদক মাওলানা জালাল, মাওলানা রাশেদ সহ বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।

সভায় কর্মী সম্মেলন বাস্তবায়নে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শাখা পর্যায়ে কর্মবন্টন করা হয়েছে। উল্লেখ্য জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

RSS
Follow by Email