কর্মপরিবেশের নিরাপত্তা জোরদারে বিকেএমইএ-নিরাপরের অংশীদারিত্ব বৃদ্ধি
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে কর্মপরিবেশের নিরাপত্তা ও মানকে আরও এগিয়ে নিতে বিকেএমইএ এবং নিরাপর তাদের যৌথ সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে বৃহস্পতিবার বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে দুই সংগঠনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের পরিচালক মিনহাজুল হকও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক শিল্প-নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা নিরাপরের পক্ষে উপস্থিত ছিলেন সদ্য নিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুইস টেম্পল, স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি বিভাগের ইকবাল নান্দ্রা এবং সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ম্যানেজার মেহেদি হাসান খান।
আলোচনায় প্রধানত পোশাক খাতে টেকসই নিরাপত্তা মান নিশ্চিত করার জন্য মূল অংশীদারদের মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর মনোযোগ দেওয়া হয়।
বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম নিরাপত্তা মানদণ্ড বজায় রাখতে নিরাপরের কর্মপরিচালনা কৌশল এবং কৌশলগত পদ্ধতি সম্পর্কে গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, নিরাপর পোশাক প্রস্তুতকারক, বৈশ্বিক ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশের নিরাপত্তার সংস্কৃতি তৈরি ও বজায় রাখার জন্য কাজ করে।