কর্তৃত্ববাদ ও সাম্প্রদায়িকতা রুখতে বাম গণতান্ত্রিক বিকল্প সরকার চাই: সিপিবি
লাইভ নারায়ণগঞ্জ: কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি রোধ এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন রুখতে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প সরকার গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁও থানা শাখার উদ্যোগে উদ্ধবগঞ্জ বাজার বটতলা মোরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও থানা শাখার সম্পাদক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় নেতৃত্ব দেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য আব্দুস সালাম বাবুল, সোনারগাঁও থানা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন এবং শ্রমিক নেতা আনিসুজ্জামান প্রমুখ।
পথসভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশ নানামুখী সংকটে নিমজ্জিত। রাজনৈতিক সংকট, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক ষড়যন্ত্র চলছে। তারা জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, “সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও লুটপাটের রাজনীতির বিপরীতে একটি শোষণমুক্ত সমাজ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাম গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই সিপিবি’র জাতীয় সমাবেশ আহ্বান করা হয়েছে।”
সিপিবি নেতারা আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। একই সঙ্গে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং নারী বিদ্বেষ ও ভিন্নমতের ওপর দমনমূলক সন্ত্রাস বন্ধ করার ওপর জোর দেন।
বিশেষ করে, তারা মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থে দেশের ভূখণ্ডে মিয়ানমারের রাখাইন প্রদেশের মানবিক করিডোর স্থাপন এবং চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়াও, দেশে বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আয় ও ধন বৈষম্য নিরসন এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
দেশের সব বামপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প সরকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের জন্য সিপিবি’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
