কম সময়ে নামজারী দিয়ে প্রথম স্থানে আড়াইহাজার
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের উপজেলা ভূমি অফিস নামজারীতে কমেছে দীর্ঘসূত্রিতা। মাত্র ১৬ দিনে নামজারী দিয়ে নারায়ণগঞ্জে প্রথম পর্যায় আছে এ উপজেলার ভূমি অফিস।
রবিবার (৩ মার্চ) ভূমি মন্ত্রনালয়ের ওয়েব সাইটে পর্যালচনা করে এমনই তথ্য পাওয়া যায়। মাত্র ১৬ দিনেই নামজারী হয় এই উপজেলার ভূমি অফিসে। ভূমি সেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা।
ওয়েব সাইটে উল্লেখ করা হয়, ফেব্রুয়ারী মাসে গড়ে ১৬ দিনে নামজারী দিচ্ছে আড়াইহাজার উপজেলা ভুমি অফিস। এর আগে একটি নামজারী নিষ্পত্তি হতে গড়ে অনেক বেশী সময় লেগে যেত । ওয়েব সাইডে দেখা গেছে সোনারগাঁয়ে সময় লাগে ১৮ দিন, ফতুল্লায় সময় লাগে ১৯ দিন, সদরে সময় লাগে ২০ দিন, সিদ্ধিরগঞ্জে সময় লাগে ২০ দিন, বন্দরে ২৪ দিন ও রুপগঞ্জে ৩১ দিন। সেই হিসেবে জেলায় প্রথম ভূমি অফিস আড়াইহাজার ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক জানায়, ভূমিসেবাকে সহজীকরণ এবং জনবান্ধব করার লক্ষ্যে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দশনায় উপজেলা ভূমি অফিস, আড়াইহাজার নিরলস কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশে সেবার মান উন্নয়নে ভূমিসেবাকে ডিজিটাইজেশনের বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল ভূমিসেবা থেকে স্মার্ট ভূমিসেবা রূপান্তরে আমরা বদ্ধ পরিকর। ‘ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই শ্লোগানকে ধারণ করে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাকে ডিজিটাইজ করার উদ্যোগ গ্রহণ করেছিল। সেটিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ডিজিটাল ভূমি সেবা থেকে স্মার্ট ভূমি সেবায় রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।