বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
Led03রাজনীতি

কমরেড সুনীল রায়ের আদর্শে শোষণমুক্ত সমাজ গড়ার আহ্বান সিপিবির

লাইভ নারায়ণগঞ্জ: কমরেড সুনীল রায়ের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোষণ-বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগর কেন্দ্রীয় শ্মশানে তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড সুনীল রায় একজন প্রখ্যাত শ্রমিক নেতা এবং নিবেদিতপ্রাণ কমিউনিস্ট বিপ্লবী। শ্রমিক আন্দোলন ও মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তার অবদান কিংবদন্তিতুল্য। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন এবং ৭১’র মুক্তিযুদ্ধেও সংগঠকের ভূমিকা পালন করেছেন।

কমরেড সুনীল রায় ১৯২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জন্মগ্রহণ করেন এবং ২০০১ সালের ১০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে প্রয়াত হন। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার চিত্তরঞ্জন কটন মিলে তাঁত শ্রমিকের কাজ করতেন। শ্রমিক হওয়ার কারণে তিনি শ্রমিক ও গরিব মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন।

কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন কমরেড সুনীল রায়ের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।

সিপিবি’র জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন- সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মন্টু ঘোষ, হাফিজুল ইসলাম, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রথীন চক্রবর্তী, সিপিবি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, বাসদ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি’র জেলা কমিটির সদস্য দুলাল সাহা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও ধনীক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর পালাবদলের কারণে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। নেতৃবৃন্দ কর্তৃত্ববাদী শাসন থেকে মানুষকে মুক্ত করতে লুটেরা গোষ্ঠীর বিকল্প হিসেবে বামপন্থীদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য গণমানুষের সমর্থন নিয়ে সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

RSS
Follow by Email