‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে জেলাজুড়ে সতর্ক অবস্থানে পুলিশ
লাইভ নারায়ণগঞ্জ:
১৭ নভেম্বর (সোমবার)আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা। এই রায় কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে নারায়ণগঞ্জে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েত দিনে জেলাজুড়ে বিশেষ অভিযানে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, জেলার সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ ৯টি স্থানে তল্লাশি চৌকি ও ২৬টি মোবাইল টিম সক্রিয় থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আগে থেকেই আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। সর্বক্ষেত্রে অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া রিজার্ভ থেকেও পুলিশ সদস্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঠেকাতে পুরো জেলায় আমাদের ২৬টি মোবাইল টিম কাজ করবে। এছাড়া ঢাকা যাওয়ার সড়ক ও মহাসড়কগুলোকে গুরুত্বপয়েন্টে ৯টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
