কমছে না ডেঙ্গুর ভয়াবহতা, ২৪ ঘন্টায় অর্ধশতাধিক আক্রান্ত
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণণগঞ্জ: নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বেড়েছে । এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণও অনেকটা উধ্বগতি। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ১৯৫১ জন।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি বুধবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ১০৮জন।
বর্তমানে নারায়ণগঞ্জ পুরো জেলায় হাসপাতাল থেকে ছাড় প্রাপ্ত হয়েছে ১৮৪৩ জন।