কদম রসুল সেতুর মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কালীর বাজার এলাকায় “বৃহত্তর কালীর বাজার ব্যবসায়ী-শিক্ষা ও ধর্মীয় ১৩টি প্রতিষ্ঠান” এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নকশা অনুযায়ী সেতুর মুখ নারায়ণগঞ্জ কলেজের সামনে করা হলে যানজটে পুরো এলাকা অচল হয়ে পড়বে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হবেন।
বক্তব্যে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, যথাযথ সমীক্ষা না করে অপরিকল্পিতভাবে এই নকশা করা হয়েছে। তিনি বলেন, আগে যে নকশাটি ছিল, সেটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে এসে ৫ নম্বর ঘাটে নেমেছিল। সেই নকশা বাদ দিয়ে বর্তমান যে নকশা করা হয়েছে, তা বাস্তবায়িত হলে দুর্ভোগ ভয়াবহভাবে বৃদ্ধি পাবে। তিনি দ্রুত নকশা পরিবর্তন করে পূর্বের নকশায় ফিরে যাওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বর্তমানেই ১ নম্বর রেলগেট থেকে কালীর বাজার পর্যন্ত ভয়াবহ যানজট থাকে। এখানে শহরের সবচেয়ে বড় দুটি বাজার (কালীর বাজার ও দিগুবাবুর বাজার), নারায়ণগঞ্জ হাই স্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ অবস্থিত। এছাড়া এটি শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় এমনিতেই চলাচল করা কঠিন। এর উপর যদি সেতুর উঠা-নামার মুখ এখানে হয়, তাহলে দুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত নকশা পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
কালীর বাজারের ব্যবসায়ী হাজী মোঃ নাজির খানের সভাপতিত্বে এবং মোঃ রবিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, ব্যবসায়ী আকবর হোসেন ও তানভীর হোসেন প্রমুখ।