কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিনের প্রত্যাশিত কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বন্দর উন্নয়ন ফোরামের ডাকে একরামপুরে সিএসডি গেট এলাকায় অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন। এই আয়োজনে বন্দরের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন একাত্মতা প্রকাশ করে, যা স্থানীয় উন্নয়নের দাবিতে ঐক্যের জন্ম দিয়েছে।
বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল লতিফ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তারা সেতুর নির্মাণ কাজ নিয়ে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির কঠোর সমালোচনা করেন।
বক্তব্য রাখেন ‘আমরা নারায়ণগঞ্জবাসীর’ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, যিনি হুঁশিয়ারি দেন যে, স্বপ্নের সেতুর নির্মাণকাজে বাধা এলে বন্দরবাসী তা প্রতিহত করবে। নারায়ণগঞ্জ জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, এডভোকেট শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ ও আশিফুজ্জামান দুর্লভ, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও যুব প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন। তারা সকলেই এক সুরে সেতুর কাজ দ্রুত শুরু করার দাবি জানান।
মানববন্ধনে বন্দর উন্নয়ন ফোরামের সাথে সংহতি জানাতে যোগ দেয় ‘পরিবর্তন’, ‘বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদ’, ‘বন্দর ক্লাব লিঃ’ ও ‘অবিচল রাজবাড়ী’ সহ বন্দরের একাধিক সামাজিক সংগঠন। এই একাত্মতার মধ্য দিয়ে তারা ঘোষণা দেন, বন্দরের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা ভবিষ্যতে একসাথে কাজ করবেন।
মানববন্ধনের শেষভাগে বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ কর্মসূচিতে যোগদান করে সংহতি প্রকাশ করেন, যা এই আন্দোলনের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। বন্দরের মানুষের দাবি, কদম রসুল সেতুর নির্মাণে কোনোভাবেই যেন ছেদ না পড়ে, এবং এই সেতুর মাধ্যমে যেন বন্দরের অর্থনৈতিক গতি বাড়ে।
