শনিবার, আগস্ট ২, ২০২৫
Led02বন্দরসদর

কদম রসুল সেতুর নির্মাণ কাজ শুরু

লাইভ নারায়ণগঞ্জ: শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদম রসুল সেতুর নির্মাণ কাজ। বিভিন্ন জটিলতা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১৩ জুলাই থেকে সেতুর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আহসানুজ্জামান।

শীতলক্ষ্যা নদীর পাড়ের কুমুদিনী সংলগ্ন এলাকা এবং তার আশপাশের জায়গা পরিষ্কার করে কাজের জন্য স্থান প্রস্তুত করা হচ্ছে। এই সেতুর মাধ্যমে শহরের ৫ নম্বর ঘাট এলাকার সঙ্গে বন্দর উপজেলার একরামপুর এলাকার সংযোগ স্থাপন হবে, যা দুই প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগের পথ সুগম করবে।

উল্লেখ্য, ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভী এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে ২০১৭ সালে সাড়ে ৩ কিলোমিটার সংযোগ সড়কসহ ১ হাজার ৩৮৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ২০১৮ সালের ৯ অক্টোবর একনেক সভায় এই প্রকল্পের জন্য ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যদিও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং কিছু প্রতিষ্ঠানের আপত্তির কারণে প্রকল্পের কাজ শুরু হতে বিলম্ব হয়।

এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আহসানুজ্জামান জানান, সেতুর মূল নির্মাণ কাজ শুরু হতে আরও কিছু সময় লাগবে। এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে নকশার পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে, তবে এটি সম্পূর্ণ তাদের এখতিয়ারভুক্ত।

RSS
Follow by Email