কদমরসূল সেতুর অগ্রগতি: এনসিসি সিইও’র সাথে মাসুদুজ্জামানের বৈঠক
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বহুল প্রতীক্ষিত কদমরসূল সেতুর নির্মাণকাজ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাকির হোসেনের সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে মাসুদুজ্জামান মাসুদ সাংবাদিকদের জানান, তিনি বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, যেখানে স্থানীয় জনগণ কদমরসূল সেতু নির্মাণ নিয়ে গভীর আগ্রহ ও উদ্বেগ প্রকাশ করেন। এটি তাদের আবেগের সঙ্গে জড়িত একটি স্থাপনা। জনগণের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে সিটি করপোরেশনের নিকট তুলে ধরার দায়িত্ব তিনি অনুভব করেন এবং সেই অনুযায়ী প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে এ বিষয়ে আলোচনা করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন মাসুদুজ্জামান মাসুদকে আশ্বস্ত করে জানান, কদমরসূল সেতুর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমানে কোনো ধরনের প্রশাসনিক বা প্রকৌশলগত জটিলতা নেই। তিনি নিশ্চিত করেন যে, সেতুর জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে এবং একটি কোরিয়ান নির্মাণ প্রতিষ্ঠান প্রকল্পের কাজ পেয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই সেতুর নির্মাণকাজ শুরু হবে। তিনি আরও জানান, ল্যান্ডিং সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, তবে সেটি নিয়েও ইতোমধ্যে কাজ চলছে।
কদমরসূল সেতু ছাড়াও শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ নাগরিক বিষয়াবলি—যেমন যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধ নিয়েও আলোচনা হয়। মো. জাকির হোসেন আশ্বস্ত করেন যে, নির্মাণাধীন ড্রেনের কাজ আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
এই সময় মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা। এ সময় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে তাদের একাত্মতা ও সহযোগিতার মনোভাব প্রকাশ করেন।