শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Led03রাজনীতি

কথা বলতে ভয় করে কারণ যদি মামুনের মত রাস্তায় পড়ে থাকতে হয়: মশিউর রনি

লাইভ নারায়ণগঞ্জ: জেল যুবদলের সদস্য সচিব মশিউর রনি বলেন, ‘আগে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলেছি বুক ফুলিয়ে। কিন্তু এখন কথা বলতে ভয় করে, কারণ কোন কথা বলে ঐ স্বেচ্ছাসেবক দলের মামুনের মত রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকতে হয়। এজন্য এখন কথা বলতে হলেও হিসাব-নিকাশ করে বলতে হয়। আগে গডফাদারের বিরুদ্ধে কথা বলেছি আমাদের মাঝখানে কোন লোভ ছিল না, আমরা একত্রে ছিলাম। এখন কথা বলতে ভয় হয় কারণ এখন অমুকের বিরুদ্ধে বলবো কিন্তু পরে কি হবে সেটা হিসাব নিকাশ করতে হয়। আমাদের সেই মনোবলকেই আবার শক্ত করার জন্য মামুন মাহমুদ রাজিব ও গিয়াস উদ্দিনসহ সকালের এই কমিটি দেওয়া হয়েছে। আমাদের সকলকে সব কথা বলতে হবে এবং যেটা সত্য সেটাই বলতে হবে।

রবিবার(৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেণ্টারে জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এক বক্তব্যে এ কথা বলেন মশিউর রনি।

এসময় তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর রাজনীতির কালচার পরিবর্তন করার জন্য আমরা আন্দোলন করেছি। এছাড়া অন্যায় করছে জনসাধারণের জন্য। শুধু বিএমপি রাখার জন্য নয় সারা বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে সেজন্য তারেক রহমান নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আজ এখানে সভা করছে এখানে আগে আসতেও আমাদের মাঝখানেতে ভয় কাজ করতো। কিন্তু আজ একটি মুক্ত বাতাসের মধ্যে সভা সমাবেশ করতে পারছি।

মামুন মাহমুদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের নামে অনেক মামলা আছে যেগুলো ব্যাপারে সুনির্দিষ্ট সময় দিতে হবে। এখনো আমাদের কাছে ফোন আসে যে মামলার হাজিরা দিতে হবে এ মামলায় আমি ছাড়া অন্য কেউ আসামি নেই। এখনই হাজিরা না দিলে মামলা ওয়ারেন্ট হয়ে যাবে। এখনো যদি আমাদের সেই মামলা, পুলিশের ধরা নিয়ে ভয় থাকতে হয় তাহলে এ রাজনীতি করার থেকে না করা ভালো। পূর্বের মামলাগুলো থেকে কিভাবে আমাদের একটু রেহাই দেওয়া যায় সে বিষয়টা একটু দেখবেন, যাতে করে আমরা উন্মুক্তভাবে সংগঠনের জন্য কাজ করতে পারি।

RSS
Follow by Email