কঠিন বৈশ্বিক পরিস্থিতিতে পোশাক শিল্পে শ্রম শৃঙ্খলা জরুরি: মোহাম্মদ হাতেম
লাইভ নারায়ণগঞ্জ: বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ সংকটের মুখে নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে শ্রম শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়েছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত বোর্ডের সদস্য ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেএমইএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
বিকেএমইএ সভাপতির এই আহ্বানে সাড়া দিয়ে শিল্প পুলিশ, সেনাবাহিনী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং বিভিন্ন নিটওয়্যার কারখানার মালিকরা এক টেবিলে এসেছেন। সভার মূল উদ্দেশ্য ছিল চলমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা করা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত কৌশল নির্ধারণ করা।
সভায় মোহাম্মদ হাতেম বলেন, “মার্কিন শুল্কনীতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংকটের কারণে আমাদের তৈরি পোশাক শিল্প এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রম শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।”
তিনি আরও যোগ করেন, “এই সংকট মোকাবেলায় শিল্প পুলিশ, সেনাবাহিনী, জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং বিকেএমইএ যৌথভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে।” তার এই বক্তব্য সংকটময় পরিস্থিতিতে শিল্পের ভবিষ্যৎ সুরক্ষায় সকল পক্ষকে এক ছাতার নিচে আসার তাগিদ দিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের উপমহাপরিদর্শক আসাদুজ্জামান, সেনাবাহিনীর মেজর আয়াজ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজিব দাস, এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আলমগীর হোসেন। বিকেএমইএর পরিচালক রতন কুমার সাহা, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম এবং আহমেদ সালাউদ্দিনও সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই মতবিনিময় সভা নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি ইঙ্গিত দেয় যে, শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকল পক্ষ এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।