ঔষধ মেয়াদ উত্তীর্ণ ও নন ফ্রিজিং রাখায়, ‘সুমাইয়া ড্রাগ হাউসে’ লাখ টাকা জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফ্রিজিং ঔষধ নন ফ্রিজিং অবস্থায় রাখার দায়ে, ‘মেসার্স সুমাইয়া ড্রাগ হাউস’ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) বন্দর উপজেলার মদনপুর বাজারে এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়ণগঞ্জ শাখা এবং ক্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়নগঞ্জ শাখার সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানে ‘মেসার্স সুমাইয়া ড্রাগ হাউস’ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ, জেলা পুলিশ এর একটি টিম এবং ক্যাব যৌথভাবে মদনপুর বাজারে একটি অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনাকালে মেসার্স সুমাইয়া ড্রাগ হাউস কে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওসুধ এবং ফ্রিজিং ঔষধ, নন ফ্রিজিং অবস্থায় পাওয়া গিয়েছে। এসব অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ সময় জেলা পুলিশের একটি টিম ও ক্যাবের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।