ওসমানী স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী জুডো অনুশীলন শুরু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের প্যাভিলিয়নে শুরু হলো ১৫ দিনব্যাপী জুডোর বিশেষ অনুশীলন কার্যক্রম। সোমবার থেকে এই অনুশীলন শুরু হয়েছে।
এই অনুশীলন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ মোস্তফা কাওছার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক এজিএস জাকির হোসেন শাহিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সাবেক সদস্য মাহবুব হোসেন বিজন ও লাইসেন্সপ্রাপ্ত জুডো প্রশিক্ষক মোঃ রমজান ও সিনথিয়া প্রমুখ।
জুডোর এই বিশেষ অনুশীলনে প্রায় ১৫ জন প্রশিক্ষার্থী অংশ নিচ্ছে। ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ মোস্তফা কাওছার আশা প্রকাশ করেন, এই অনুশীলনের মাধ্যমে স্থানীয় জুডো খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পাবে।
