ওসমানী পৌর স্টেডিয়ামে অনুর্ধ-১৭ ফুটবল দলের ট্রায়াল হবে, আগ্রহীরা যোগাযোগ করুন
স্পোর্টস করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:
বাংলাদেশ অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫ এ অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ জেলা দল গঠন করা হবে। সেই লক্ষ্যে আগামী ২ ও ৩ অক্টোবর ২০২৫ (বৃহস্পতি ও শুক্রবার) সকাল ৯ টায় ওসমানী পৌর স্টেডিয়ামে জেলার ফুটবলারদের ২ দিন ব্যাপী উন্মুক্ত ট্রায়াল অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, যাদের জন্ম তারিখ ০১-০১-২০০৯ হতে ৩১-১২-২০১১, তারা যেন- জন্ম সনদ,৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি ও খেলোয়াড়ের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যথাসময়ে খেলার সরঞ্জামাদি নিয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নিকট রিপোর্ট করেন।