বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
Led01Led02সিদ্ধিরগঞ্জ

ওষুধ কিনতে বেরিয়েছিল ইয়াছিন, ডিএনডি লেকে মিলল লাশ

লাইভ নারায়ণগঞ্জ: মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি মো. ইয়াছিন (১৭) নামের এক কিশোর। তিন দিন পর গত বুধবার সকালে তার মরদেহ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে উদ্ধার করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

নিহত ইয়াছিন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা। তবে পড়াশোনার সুবিধার জন্য তিনি মায়ের সঙ্গে শহরের চাষাড়ায় ভাড়া থাকতেন। ইয়াছিন গত জুলাই মাসে প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬২ পেয়েছিল। তার বাবা সৌদি প্রবাসী এবং তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট।

পরিবার সূত্রে জানান, গত সোমবার সন্ধ্যায় ৫০ টাকা হাতে নিয়ে ওষুধ কিনতে চাষাড়ার বাসা থেকে বেরিয়েছিল ইয়াছিন। অনেকক্ষণ পরও সে ফিরে না আসায় তার পরিবার মোবাইল ফোনে কল দিতে থাকে। রাত দুইটা পর্যন্ত ফোন সচল থাকলেও কেউ রিসিভ করেনি। এরপর তার মা আফরিনা নাসরিন রাতেই সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার সকালে বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকায় ডিএনডি লেকে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে রাতে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে হাসপাতালের চিকিৎসক হায়দার আলী শিমুল বলেন, “নিহতের মাথা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পানিতে ডুবে মারা গেলে পেটে যে পানির উপস্থিতি পাওয়া যায়, তেমনটি মেলেনি। এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।”

এ ঘটনা তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী সওদাগর। তিনি বলেন, “মরদেহ উদ্ধারের পর একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহের সঙ্গে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে, সেটি অন্তত ২৪ ঘণ্টা পানিতে ছিল। আমরা গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছি। এটি হত্যাকাণ্ড হলে তা তদন্তে বেরিয়ে আসবে।”

RSS
Follow by Email