সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04রাজনীতিসিদ্ধিরগঞ্জ

ওরা হরতাল-অবরোধ ডাকবে, আমরা মাঠে থাকবো: খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে প্রতিরোহত করার লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সাইনবোর্ড এলাকায় এই সমাবেশ পালনের আগে একটি মিছিল করে নেতাকর্মীরা।

এছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল, মৌচাকে ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় তারা।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ।

শান্তি সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এড. খোকন সাহা বলেন, ‘শামীম ওসমানকে জয়যুক্ত করার জন্য আপনারা ঘরে ঘরে যাবেন। জামাত-বিএনপির অগ্নি সন্ত্রাসীরা মাঠে নেমেছ। ওদের বিষয়ে সাবধান থাকবেন। ওরা যাতে মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে, এজন্য আপনারা মাঠে থাকবেন। যতক্ষন পর্যন্ত ওরা হরতাল-অবরোধ ডাকবে, ততক্ষন পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন আমাদের নারায়ণগঞ্জের জনপ্রিয় সংসদ সদস্য শামীম ওসমান। তার নির্দেশ মোতাবেক আপনারা মাঠে থাকবেন।’

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেত্রী শেখ হাসিনার প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।

RSS
Follow by Email