বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

‘ওয়াজিহা স্টোর’ পেলেন চোখের দৃষ্টি হারানো জুলাই যোদ্ধা সালাউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’। এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন জুলাই যোদ্ধাকে একটি মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানে আহত গাজী সালাউদ্দিনকে পুনর্বাসনের এই উদ্যোগ নেয় ফাউন্ডেশন। অভ্যুত্থানে অংশ নেওয়ার সময় তিনি চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এতে তার ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং বাম চোখের দৃষ্টিশক্তিও আংশিকভাবে ক্ষীণ হয়ে পড়ে। দীর্ঘ চিকিৎসার কারণে এবং পরিবারের খরচ বহন করতে গিয়ে তিনি তার পূর্বের ব্যবসার পুঁজি হারান।

গাজী সালাউদ্দিনের শারীরিক ও পারিবারিক দুর্দশা বিবেচনা করে ফাউন্ডেশন তাকে পুনর্বাসন বাবদ একটি মুদি দোকান করে দেয়। দোকানটির নাম রাখা হয়েছে ‘ওয়াজিহা স্টোর’। এটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজারের ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লে. কর্নেল কামাল আকবর বলেন, “দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর গাজী সালাউদ্দিনের মতো সাহসী মানুষদের পুনর্বাসন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুলাহ আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সাবেক সদস্য সচিব জাবেদ আলম প্রমুখ।

RSS
Follow by Email