ওমরাহ হজ্জ করতে সৌদি গেলেন সাবেক এমপি আবুল কালাম
লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ওমরাহ হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে পরিবারসহ গেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম । রবিবার (২৩ ফেব্রুয়ারি) তারা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছান বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। এরআগে শনিবার রাতে তারা সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হন।
আবুল কাউসার আশা আরও জানায়, শীঘ্রই তারা পবিত্র মক্কা শরীফে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর পবিত্র মদিনা শরীফে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা আগামী ১২ রমজান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।