মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led02রাজনীতি

ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেব: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: ‘ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেবো’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বর্তমানে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন তিনি। সেখান থেকে একটি ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় শামীম ওসমান বলেন, আল্লাহর ঘরে দাঁড়িয়ে সবাইকে সালাম জানাচ্ছি। সবার জন্য মন খুলে দোয়া করছি। আপনার দোয়া করবেন যাতে আমার হজ কবুল হয়। দেশবাসীর জন্য ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। আপনারও আমার জন্য দোয়া করবেন। এবার ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেব। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই কাবা শরিফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দেব। আল্লাহ আমাকে কবুল করেছিলেন, শেখ হাসিনার অসিলায় আমি তা করেছি।

এর আগে, গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যান এই সংসদ সদস্য।

RSS
Follow by Email