ঐতিহ্যবাহী মাসদাইর মহাশ্মশানের পুকুর দখলের অভিযোগ, দ্রুত উদ্ধারের দাবি
লাইভ নারায়ণগঞ্জ: মাসদাইর এলাকায় অবস্থিত ৩০০ বছরের পুরোনো মহাশ্মশানের পুকুরটি অবৈধভাবে দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় এই সংকট আরও বাড়ছে দাবি করে দ্রুত এই পুকুরটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের মাসদাইর মহাশ্মশান শুধু এই জেলার নয়, আশেপাশের কয়েকটি জেলার জন্যও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় থেকে একদল ভূমিদস্যু এই শ্মশান সংলগ্ন পুকুরটি ভুয়া কাগজপত্র দেখিয়ে দখলের চেষ্টা করছে।
অভিযোগে বলা হয়, মনির হোসেন গং নামে একটি চক্র প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে পুকুরের অনেক অংশ ভরাট করে ফেলেছে এবং সম্প্রতি টিনের বেড়া দিয়ে পুরো পুকুরটি দখলে নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, শ্মশানের পাশে পুকুর থাকা অপরিহার্য। কারণ শবদাহের পর অস্থি বিসর্জন দেওয়ার জন্য পুকুরের প্রয়োজন হয়। যদি এই পুকুর দখল হয়ে যায়, তবে শ্মশানটি তার কার্যকারিতা হারাবে।
ইতিমধ্যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পুকুরটি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসককে চিঠি দিয়েছে। কিন্তু দখলকারীরা বেড়া দিলে সনাতন ধর্মাবলম্বীরাও দ্রুত তা দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানান।
তবে, অভিযোগ উঠেছে যে প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে কালক্ষেপণ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের এই ভূমিকার নিন্দা জানানো হয়েছে এবং দ্রুত সংকট সমাধানের জন্য পুকুরটি দখলমুক্ত করে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।