ঐক্যের শক্তিতে বিজয় নিশ্চিত করতে মাঠে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যের শক্তিতে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই কর্মসূচিতে স্থানীয় ত্যাগী নেতারা একসঙ্গে ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, যা নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে ঐক্য ও উদ্দীপনা সঞ্চার করেছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাসুদুজ্জামান মাসুদ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিএনপির সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ আনুগত্য ও ঐক্য বজায় রেখে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার বিষয়ে একমত হন।
প্রেসের সঙ্গে আলাপকালে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “নারায়ণগঞ্জের ত্যাগী নেতারা জাতীয়তাবাদী দলের জন্য অতীতে অসীম ত্যাগ স্বীকার করেছেন। এখন আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করছি। আমি বিশ্বাস করি, এই ত্যাগী নেতারা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পরিবর্তন তখনই সম্ভব, যখন সবাই একসাথে কাজ করে।”
নেতারা বলেন, “আমরা দলের প্রতি শতভাগ অনুগত। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন – ধানের শীষ জিতলে আমিও জিতেছি। তাই আজ থেকে আমরা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
সাক্ষাৎ শেষে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন, জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন, এবং আওয়ামী সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে একটি সমাবেশে বক্তব্য রাখেন। স্থানীয় জনগণের উৎসাহ ও সমর্থন দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই গণজোয়ারই প্রমাণ করছে – মানুষ পরিবর্তন চায়।
আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু; মহানগর বিএনপি সদস্যবৃন্দ হাজী ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
