শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
রাজনীতি

ঐক্যবদ্ধ বিএনপি চান মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবী মাসুদুজ্জামান মাসুদ পুরোদমে সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন। বৃহস্পতিবার জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এই সাক্ষাতে তৃণমূলের নেতারা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত তৃণমূলের নেতৃবৃন্দরা মাসুদুজ্জামান মাসুদের প্রতি তাদের পূর্ণ আস্থার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির পতাকা আরও শক্তিশালী করতে মাসুদুজ্জামান মাসুদের মতো নিবেদিতপ্রাণ নেতার প্রয়োজন রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে তিনি ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।” নেতৃবৃন্দরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগামীতে সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

এই সৌজন্য সাক্ষাতে বিএনপি, যুবদল, কৃষকদল, তাঁতী দল ও মহিলা দলের বিপুল সংখ্যক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন, ২৭ নং ওয়ার্ড বিএনপি মো. অহিদুল ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক ও থানার যুগ্ম আহ্বায়ক), আবদুল আজিজ, মো. মানিক মিয়া প্রমুখ। ১৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন হাজী ইসমাইল হোসেন (মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ওয়ার্ড সভাপতি), ইলিয়াস বারি মামুন (মহানগর তাঁতী দলের সহসভাপতি), বুলবুল আহমেদ বুলু (যুবদলের সহসভাপতি), আব্দুল হাই (কৃষক দলের সদস্য সচিব) সহ অন্যান্যরা। মুসাপুর ও মদনপুর ইউনিয়ন বিএনপি রুহুল আমিন হাওলাদার (সাবেক ভাইস প্রেসিডেন্ট, বন্দর থানা বিএনপি), সাইফুল ইসলাম (সিনিয়র সহসভাপতি, বন্দর থানা বিএনপি) এবং মদনপুর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতারা। মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগমসহ অন্যান্যরা।

রাজনৈতিক নেতাদের পাশাপাশি, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সুজন ভূঁইয়া, জাতীয় ফুটবলার সোহেল রানা, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম শামীম ও সাবেক ফুটবলার ইসাল উদ্দিন মাহমুদের উপস্থিতি এই সাক্ষাতের গুরুত্ব বাড়িয়েছে। তৃণমূলের বিপুল সমর্থন নিয়ে মাসুদুজ্জামান মাসুদের এই সাংগঠনিক উদ্যোগ নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

RSS
Follow by Email