রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ধর্ম

এসপি’র সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যলয়ে ওই সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম। জেলা ও মহানগর সহ-সভাপতি যথাক্রমে মাও. শফিকুল ইসলাম ও নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান আলী প্রমুখ নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে কিছু লোক আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছে। যুবদলের থানা সেক্রেটারি মো. সেন্টু মিয়া নগর দায়িত্বশীকে ফোনে হুমকি ও টাকা দাবি করেছে। এনায়েতনগরের আল-আমিন সে ২নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। নিরপরাধ মানুষকে এরকম হয়রানি কি মানে হয়?

পুলিশ সুপার মহোদয়ের কাছে নেতৃবৃন্দ এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সঠিক তদন্ত সাপেক্ষে যারা এরকম মামলা বাণিজ্য করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

RSS
Follow by Email