এসএসসি ফলাফলে সোনারগাঁও পাশের হারে মাঝারি অবস্থানে
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রকাশিত এসএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে সোনারগাঁও উপজেলা পাশের হারে মাঝারি অবস্থানে রয়েছে। এই উপজেলা থেকে মোট ৩,৮৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ২,৪৫৯ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সোনারগাঁও উপজেলায় পাশের হার দাঁড়িয়েছে ৬৩.১৪ শতাংশ, যা জেলার সামগ্রিক গড় পাশের হারের কাছাকাছি।
তবে, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সোনারগাঁওয়ের তুলনামূলক পিছিয়ে। এ বছর এই উপজেলা থেকে ৩ হাজার ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অনেক শিক্ষাবিদ এবং অভিভাবক মনে করছেন শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলোর উপর আরও গুরুত্ব দিতে হবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা করতে হবে।