শুক্রবার, জুলাই ১১, ২০২৫
Led04আড়াইহাজারশিক্ষা

এসএসসি ফলাফলে শ্রেষ্ঠত্বের প্রমাণ করেছে আড়াইহাজার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এসএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে আড়াইহাজার উপজেলা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। জেলায় অবস্থিত পাঁচটি উপজেলার মধ্যে সর্বোচ্চ পাশের হার ৭৪.১১ শতাংশ নিয়ে আড়াইহাজার উপজেলা শীর্ষস্থান অধিকার করেছে। এই উপজেলা থেকে মোট ৪ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ৩ হাজার ৫৫৭ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এই অসাধারণ ফলাফলে আড়াইহাজারের শিক্ষাঙ্গনে বইছে আনন্দের বন্যা।

অভিভাবক মহল এই দুর্দান্ত ফলাফলের পেছনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন। তাদের মতে, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের নিরন্তর সমর্থন এই সাফল্যের মূল কারণ। কঠোর অনুশীলন, নিয়মিত ক্লাস এবং শিক্ষকদের কার্যকর পাঠদান পদ্ধতিই এই উচ্চ পাশের হার অর্জনে সহায়ক হয়েছে বলে মনে করা হচ্ছে।

শুধুই পাশের হার নয়, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও আড়াইহাজার উপজেলা ভালো ফল করেছে। এ বছর এই উপজেলা থেকে ২৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে।

RSS
Follow by Email