বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
শিক্ষা

এম.ডব্লিউ কলেজের অধ্যক্ষ বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: মার্চেন্ট ওয়ার্কার (এম.ডব্লিউ) কলেজের অধ্যক্ষ প্রফেসর নূর আক্তারের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জে সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা জানায়, বর্তমান অধ্যক্ষ নূর আক্তার এই কলেজে যোগদানের পর কলেজের শিক্ষা কার্যক্রম সহ সকল কর্মকান্ডে নতুন গতি ফিরিয়ে এনেছেন। কাজেই তারা এই অধ্যক্ষকে আপাতত অন্যত্র যেতে দেবে না। লেখাপড়ার ও কলেজের উন্নয়নের স্বার্থে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ অদেশ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সমন্বয়ক পরিচয়ে শিক্ষার্থী হিমেলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্র-ছাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ২০ জন আহতের ঘটনায় হিমেল সহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এসময় অধ্যক্ষ প্রফেসর নূর আক্তার গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরিতে আমাদের বদলির আদেশ এটি একটি নিয়মিত প্রক্রিয়া। আমি দীর্ঘ ৮ বছর ধরে সুনামের সহিত এ কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই কলেজ ও শিক্ষার্থীদের আমি অত্যন্ত ভালোবাসি। যদি বাইরে থেকে কোন আঘাত আসে এবং আমার ছাত্র-ছাত্রীদের প্রতি যদি সেটা প্রতিহত হয় আমার দেখতে এটা ভালো লাগবে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সরে গিয়ে ক্যাম্পাসটার সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে। সেজন্য আমি গত রবিবার মাউশির মহাপরিচালক ও সচিব স্যারের সাথে দেখা করে আমার অন্যত্র বদলির বিষয়ে আবেদন করি। সে আবেদনের কারণে আমাকে বুধবার বদলি করা হয়েছে। আমি সকল শিক্ষার্থীকে সরকারের আদেশ মেনে নিয়ে ক্লাসে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

RSS
Follow by Email