শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
জেলাজুড়েশিক্ষাসিদ্ধিরগঞ্জ

এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের শিশুদের হাতে নতুন বই

লাইভ নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের মাঠে আনন্দ মুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব দিবস- ২০২৪ উদযাপন করে এই বই বিতরণ করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আক্তারের সভাপতিত্বে উক্ত বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।

মতিউর রহমান মতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে।তোমরা ছাত্র-ছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। সুন্দর সুন্দর স্কুল কলেজ নির্মান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সাব্বির আহাম্মেদ প্রধান, অভিভাবক সদস্য মোশারেফ হোসেন, মোহসীন হোসেন, আমিনুল ইসলাম আমিন, মহিলা অভিভাবক সদস্য শারমিন আক্তার সুমি, শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম তালুকদার, আবুল কাশেম, মহিলা শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার প্রমূখ।

RSS
Follow by Email