এম.এ.স্বপন ইসলামিক মডেল স্কুলে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এম.এ.স্বপন ইসলামিক মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও দোয়া আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও বাসস্ট্যান্ড এলাকায় স্কুল অডিটরিয়ামে ওই বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এম,এ,স্বপন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ.স্বপন ইসলামিক মডেল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম.আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এম,এ,স্বপন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক মামুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক,শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটির পরিচালনা করেন শিক্ষক বাছির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য এস.এম.আসলাম বলেন, ইহকাল এবং পরকালের কল্যাণে জন্য শিক্ষা গ্রহন করতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে।
আমি প্রত্যাশা করি তোমাদের ভালো রেজাল্টের মাধ্যমে এম.এ.স্বপন ইসলামিক মডেল স্কুলের নাম উজ্জল হবে এবং সারাদেশে পরিচিতি লাভ করবে।