শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02জেলাজুড়েরাজনীতিসদর

এমপি শামীমকে ধরে হকারদের কাকুতি-মিনতি

লাইভ নারায়ণগঞ্জ: এমপি শামীম ওসমানকে ধরে অনুনয় বিনয় করেছে নগরীর হকারবৃন্দ। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে এক মতবিনিময় সভা শেষে এমপি শামীম ওসমান বের হওয়ার চেষ্টা করলে হকাররা তাকে ঘিরে ধরে।

এসময় তারা হাত জোড় করে বলেন, ‘আমাদের বাঁচান এমপি সা‘ব। হকার যদি উঠায় দেন, তাহলে আমাদের কি হবে। আমরা কই যাব, পরিবারের বাচ্চা-পোলাপানের খাওয়েন ব্যবস্থা কেমনে করবো।’

শামীম ওসমান বলেন, ‘হকার যদি উঠায়, তাইলে সবাইরে উঠায় দেব। না উঠাইলে, সবই থাকবো।’ তিনি হকারদের আশ্বাস দিয়ে বলেন, ‘সব উঠার পরেও আমার এলাকায় যারা কাজ করেছেন তাদের জন্য আমি ব্যবস্থা করবো।’

এর আগে, জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

RSS
Follow by Email