শনিবার, নভেম্বর ১, ২০২৫
Led03রাজনীতি

এমপি থেকে চৌকিদার যে পদে উপযুক্ত মনে করবে, সেবা করতে প্রস্তুত আছি: খোরশেদ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি বিশেষ করে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পূর্বে তিনি কেন্দ্রীয় কবরস্থানের কিছু উন্নয়ন কাজ নিয়ে কথা বলেন।

বক্তব্যে খোরশেদ ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে দলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমি আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আল্লাহর ইচ্ছায় দল (বিএনপি) এমপি থেকে চৌকিদার যে পদে আমাকে উপযুক্ত মনে করবেন সেই পদে থেকেই আমি দলের পক্ষে জনগণের সেবা করতে প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।”

নামাজ শেষে খোরশেদ প্রায় পাঁচ সহস্রাধিক মুসুল্লিদের মাঝে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “আওয়ামী দু:শাসনে বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে পড়েছে। তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আপনাদের সহযোগিতা কামনা করেছেন।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি বড় দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য মানুষ আছে। আমরা ব্যক্তি নয়, দলের সিদ্ধান্ত মেনে নিব। আমরা ধানের শীষের পক্ষে থাকব।”

RSS
Follow by Email